স্টাফ রিপোর্টার : ঢাকা মহাসনগর বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষুব্ধরা।

সেই সঙ্গে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ খান খোকনের মাইক্রোবাসসহ বেশকয়েকটি গাড়ি ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলক্ষেতে এ হামলা চালানো হয়।

তবে বিষয়টি অস্বীকার করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি তো গাড়িতেই বসা। আমার গাড়িতে কোনো হামলা হয়নি। ঢাকা শহরের সব গাড়ি আমার নাকি?’

এদিকে আবু সাইদ খোকন বলেন, ‘আমার মাইক্রোবাসসহ ৪ থেকে ৫টি গাড়িতে হামালা এবং দুইটিতে আগুন দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দুমনিতে একটি মিলাদ মাহফিল ও কর্মিসভা রয়েছে, সেখানেই যোগ দেয়ার জন্য আমরা যাচ্ছিলাম। পথিমধ্যে কুড়িল ফ্লাইওভার পার হওয়ার পর দেখা যায় একদল লোক ফুল নিয়ে শুভেচ্ছা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তখন আমাদের গাড়ি সেখানে থামলেই তারা হামলা চালায়।’

এরা দলীয় লোক নয় দাবি করে তিন বলেন, ‘যেহেতু আমাকে চেনেনি সুতরাং এরা দলীয় লোক নয়। আমাকে চিনতে পারলে কখনোই তারা হামলা চালাতো না।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কুদরত-এ খুদা বলেন, ‘বিএনপির ইন্টারনাল ক্ল্যাশে এমন ঘটনা ঘটেছে। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি।’

(ওএস/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)