মাগুরা প্রতিনিধি : ‘সাবান দিয়ে ধোব হাত, রোগ জীবানু নিপাত যাক’ - এই শ্লোগান নিয়ে মাগুরায় আজ বুধবার পালিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস।

এ উপলক্ষে দুপুরে সদর উপজেলার ইছাখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উদ্বুব্ধকরণ সভা ও হাতে কলমে হাত ধোয়া প্রশিক্ষণ। উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় মহিলা এমপি কামরুল লায়লা জলি। জেলা প্রশাসক মাহবুবর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান,মুন্সী মোঃ হাচানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাজ্জাক, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, হাজরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন- শুধুমাত্র নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার ফলে বহুবিধ রোগ ব্যাধীর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এ কারণে খাবার আগে ও পরে, টয়লেট শেষে ও যে কোন ধরণের কাজ করার পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা জরুরী।

পরে স্কুলের ছেলে মেয়েদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়া হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

মাগুরা জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক ওয়াশ কর্মসূচী যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

(ডিসি/এএস/অক্টোবর ১৫, ২০১৪)