গাজীপুর প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে চলছে এখন ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র। বিএনপি নিজেকে বিরোধী দল বলার চেষ্টা করছে। টিকে থাকার জন্য তারা নানা কৌশল নিচ্ছে। এখন আর কিছু না পেয়ে শেষ পর্যন্ত পিয়াস করিমকে নিয়ে রাজনীতি শুরু করার চেষ্টা করছে।

তিনি বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রাসশকের কার্যালের সামনে রাজবাড়ি সড়কে এক সমাবেশে এ সব কথা বলেন। আগামী ২৯ নভেম্বর ওয়ার্কার্স পার্টির ঢাকায় মহাসমাবেশ উপলক্ষে ওই পদযাত্রা ও সমাবেশে আয়োজন করে জেলা ওয়ার্কার্স পাটি।

তিনি বলেন, ‘টক শো’তে অংশ নিলে যদি বুদ্ধিজীবী হওয়া যায়, তাহলে বাংলাদেশে বুদ্ধিজীবীর কোনো অভাব নেই।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমি আপনাদের সঙ্গে পদযাত্রায় শামিল হয়ে একটা কথাই প্রমাণ করার জন্য চেষ্টা করেছি। নিশ্চয় আপনাদের বিশ্বাস হয়েছে আমরা যেমন মন্ত্রিসভায় আছি, তেমনি দাবি আদায়ে রাজপথেও আছি। আমরা যেমন সংসদে আছি তেমনি দাবি আদায়ে রাজপথে থাকব।

সংগঠনের জেলা সভাপতি মো. আব্দুল মজিদের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জেলা সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন প্রমুখ।

(ওএস/এটিআর/অক্টোবর ১৫, ২০১৪)