রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা জাতীয়পার্টির উদ্যোগে গোয়ালন্দে জাতীয়পার্টির এক কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা সংলগ্ন এলাকায় এ কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা জাতীয়পার্টির সভাপতি- হামিদুল হক বাবলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয়পার্টির সভাপতি এ্যাড: খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন, জেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, কোষাধক্ষ্য মো: আজিজুল ইসলাম মন্টু, উপজেলা জাতাীয় পার্টির সভাপতি হামিদুল হক বাবলু, সাধারন সম্পাদক লিয়াকত আলী, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র প্রার্থী হেলাল মাহমুদ, কামাল হোসেন, মিজানুর রহমান বাবলু, সুলতান হোসেন, মজিবর রহমান, মো: মনির হোসেন,চান্দু মোল্লা প্রমুখ।

কর্মী সন্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমজি/এসপি/নভেম্বর ১৯, ২০২২)