সাতক্ষীরা প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা নারী ও শিশুসহ ১৫জনকে আটক করেছে। বুধবার ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, তাসলিমা খাতুন, মরিয়ম খাতুন, ময়না খাতুন, সাজেদা খাতুন, শরিফা খাতুন, রাজু বিশ্বাস, আবু রায়হান, নুর ইসলাম, রুহুল আমিন, আল আমিন, জনি, হাসান আলী, আলাউদ্দিন, রমজান আলী ও আব্দুল আজিজ। তাদের বাড়ি খুলনা জেলার তেরখাদা উপজেলার বিভিন্ন গ্রামে।

কাকডাঙা বিজি ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম সরোয়ার জানান, একদল বাংলাদেশী অবৈধপথে ভারতে যাওয়ার জন্য ভাদিয়ালি সীমান্তে জড়ো হয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে বুধবার ভোর সাড়ে টারটার দিকে ভাদিয়ালি সীমান্তের রমজান আলীর বাড়ির সামনের বেড়িবাঁধ থেকে ১৫জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়। এ সময় একজন দালাল পালিয়ে যায়।
আটককৃতরা জানায়, তারা ভারতে চিকিৎসা ও কাজের জন্য যাচ্ছিল।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমান জানান, এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে বুধবার দুপুরে পাসপোর্ট আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এএস/অক্টোবর ১৫, ২০১৪)