তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে মৎস্য অধিদপ্তরের ‘ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ২’ প্রকল্পের আওতায় সিআইজি চাষীদের প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদে বিনামূল্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

সাভার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এবং সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও প্রয়োজনীয় মৎস উপকরণ বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

উল্লেখ্য, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী ও প্রাজ্ঞ নেতৃত্বে মৎস্যবান্ধব বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় সাভারে এই কর্মসূচী অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে এসময় সাভার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ প্রমুখসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সিআইজি চাষীগণ উপস্থিত ছিলেন।

(টিজি/এএস/নভেম্বর ২১, ২০২২)