স্টাফ রিপোর্টার, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠা দিবস। ১৯৯৮ সালের আজকের এ দিনে দেশে সর্বপ্রথম জাতির পিতার নামে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে।

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া’র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ২৫তম দিবসের এই দিনে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সকল অ্যালামনাই, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, অনুষদীয় ডীন, পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ উপস্থিত ছিলেন করেন।

(এস/এসপি/নভেম্বর ২২, ২০২২)