একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি থানা এলাকা থেকে ইয়াবা টেবলেট সহ মোঃ নাজমুল আনছারী(২৫) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বের মেহগনি বাগানের ভিতর হতে আসামিকে আটক করা হয়।

গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল আনছারী রাজবাড়ী সদর উপজেলার লক্ষীনারায়নপুর (বানিবহ) এলাকার মোঃ বছির আনছারীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি দেওয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই মোঃ মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বহরপুর উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে স্কুলের পাড়ের মেহগনি বাগানের ভিতর হতে আসামী মোঃ নাজমুল আনছারী কে ২ শত পিছ ইয়াবা টেবলেট সহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল আনছারীর বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

(একেএমজি/এসপি/নভেম্বর ২২, ২০২২)