স্টাফ রিপোর্টার : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্সে অন্তর্ভুক্ত হয়েছে দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড। আগামী ১৯ অক্টোবর, রোববার থেকে ব্রড সূচকের আওতায় এই কোম্পানি কার্যকর হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এস অ্যান্ড পি) এর নিয়ম অনুসারে কোম্পানিটিকে প্রধান সূচকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই ইনডেক্স কমিটি।

কোম্পানির লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের বাজার মূলধন, পরিশোধিত মূলধন বাজারের মোট পরিশোধিত মূলধনের শতকরা প্রায় ১৯ ভাগ এবং ফ্রি ফ্লোট বাজার মূলধন সার্বিক বাজার মূলধনের শতকরা প্রায় ৩৬ ভাগ। সিএসই ৩০ পিই রেশিও হল প্রায় ১৯ এবং মার্কেট পিই রেশিও প্রায় ১৫ বিবেচনায় নিয়ে সূচকে সমন্বয় করা হয়েছে।

২০১৩ সালের জানুয়ারিতে চালু হওয়া ডিএসইএক্স সূচক ১৯৪টি কোম্পানি নিয়ে শুরু করলেও পরে এই সূচকে কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২৮ টি। আর ডিএসইএক্স সূচকে হোটেল পেনিনসুলা যুক্ত হলে কোম্পানির সংখ্যা দাঁড়াবে ২২৯টি।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুন থেকে পেনিনসুলা পুঁজিবাজারে লেনদেন শুরু করে।

(ওএস/এটিআর/আক্টোবর ১৫, ২০১৪)