বাগেরহাট প্রতিনিধি : বগেরহাটের কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে কচুয়া থানা পুলিশ উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।

ঢাকার হাজারীভাগ থানায় তার প্রথম স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেফতার করে। কচুয়া থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গ্রেফতারকৃত সেলিম তালুকদারকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। তার বাড়ী পটুয়াখালী জেলায়।সেলিম তালুকদার প্রথম স্ত্রীকে রেখে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিল।

(একেেএটিআর/অক্টোবর ১৫, ২০১৪)