নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁয় বর্নাঢ়্য র‌্যালী এবং আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় নওগাঁ সার্কিট হাউস থেকে জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।

নওগাঁ জেলা ল্যীগাল এইড কমিটি আয়োজিত এ বর্নাঢ়্য র‌্যালীতে আরো অংশগ্রহন করেন জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মোঃ কাউয়ুমুজ্জামান খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ জিয়াউল হক, নারী ও শিশু নির্যাতন বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালের জজ ইলিয়াস হোসেন, লিগ্যাল এইড অফিসার যুগ্ম জেলা ৩য় জজ মোঃ জিয়াউল হক, নওগাঁ জেলা বার এ্যসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট আবু মাসউদ চৌধুরী, লীগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও বারের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাকসহ জেলা জজশীপের বিভিন্ন পর্যায়ের বিচারক, বিভিন্ন মানবাধিকার ও এনজিও কর্মকর্তাবৃন্দ এবং আইনজীবিরা এতে অংশগ্রহণ করেন। পরে জেলা ও দায়রা জজের সভাপতিত্বে জেলা এ্যাডভোকেট বার এ্যসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

(বিএম/এলএস/এপ্রিল ২৮,২০১৪)