একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ী থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মাদক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ নভেম্বর) সকালে জেলার কালুখালী উপজেলার দূর্গাপুর এলাকায় রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কুষ্টিয়া জেলার ছাতিয়ান ধলসা এলাকার মোঃ নজর আলীর ছেলে মোঃ রাসেল মল্লিক(২২) ও একই জেলার মিরপুর আমলা কুসাবাড়ীয়া এলাকার মোঃ জাফর মন্ডলের ছেলে মোঃ জীবন মন্ডল(২৩)।

আটককালে তাদের কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, জেলায় মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান ও চেকপোস্ট চলছে। তারই অংশ হিসেবে সকালে দূর্গাপুরে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে ওই দুইজনের কথাবার্তায় সন্দেহ হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

(একেএমজি/এসপি/নভেম্বর ২৬, ২০২২)