স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখন কেবল একটাই সমীকরণ হয় যেতো নাহয় বাড়ি যাও। এমন বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ উত্তর আমেরিকার দেশ আর্জেন্টিনা। রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদির বিপক্ষে লজ্জার হারের ম্যাচের একাদশ থেকে মেক্সিকোর বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন আনছেন লিওনেল স্কালোনি। ক্রিস্টিয়ান রোমেরো, পাপু গোমেজ, মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়েন্দ্রো পারেদেসের পরিবর্তে সুযোগ পেয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, মন্টিয়েল গুইদো রদ্রিগেজ ও এলেক্সিস ম্যাকএলিস্টার।

আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩): এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

কোচ : লিওনেল স্কালোনি

মেক্সিকো একাদশ (৪-৩-৩): গুইলারমো ওচোয়া, হেক্টর মোরেনো, আরাউহো, জেসুস গালারডো, সিজার মন্টেস, গালার্দো, গুয়ারদাদো, হেক্টর হেরেরা, লুইস শাভেজ, হার্ভিং লোজানো, অ্যালেক্সিস ভেগা।

কোচ : টাটা মার্টিনো

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২২)