নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদীর চোরখালী গ্রামে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের প্রতিবাদে স্থানীয় পাঁচগ্রামের কয়েকশ নারী-পুরুষ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ প্রকল্প বাতিলের দাবীতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি দিয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে চোরখালি, জয়পুর, নারানদিয়া, গোফাডাঙ্গা ও কাশিপুর গ্রামের কয়েক শত নারী-পুরুষ নবগঙ্গা নদীতে এ প্রকল্প এলাকায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে একদল সন্ত্রাসী তাদের ওপর চড়াও হলে ভয়ে সংখ্যালঘুরা কর্মসূচি বাদ দিয়ে পালিয়ে যায়।

এতে জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃতুঞ্জয় কুমার দাস, মোল্যা আকিদুল ইসলাম, প্রশান্ত কুমার দাস অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে মিছিল শেষে সমাবেশ শুরুর মুহূর্তে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নকারী কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আ.লীগ নেতা মতিয়ার রহমানের নেতৃত্বে শতাধিক ক্যাডার ঘটনাস্থলে পৌঁছে কর্মসূচি পালনকারীদের ওপর চড়াও হয় এবং হুমকি-ধমকি দেন। ভীত হয়ে কর্মসূচিতে অংশ নেয়া হিন্দু নারী-পুরুষেরা এবং এলাকাবাসী ভয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সুবাষ বিশ্বাস বলেন, ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। ওই স্থানে আশ্রয়ণ কেন্দ্র হবে কিনা এটি সরকারের সিদ্ধান্ত। তাছাড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এ বিষয়ে অবগত রয়েছেন।

কাশীপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, ভুমিহীন,অসহায় এবং দুস্থদের জন্য সরকারের উন্নয়ন প্রকল্পের আওতায় খাস জমিতে নিয়ম মোতাবেক একটি আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

জানা গেছে, কাশীপুর ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমান জয়পুর ইউনিয়নের ধোপাদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরের সামনে নবগঙ্গা নদীর ৬ একর ৮৪ শতক জায়গায় মাটি ভরাট করে ভূমিহীন ও অসহায় ২শ পরিবারের জন্য একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করছেন।

প্রবহমান এ নদী ভরাট করে কাশীপুর আশ্রয়ণ প্রকল্পের নামে তিনি বরাদ্দ এনে নদী ভরাটের কাজ শুরু করেন। বিদ্যালয়ের সামনে নদীতে ইতোমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। নদী দখল করে আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হলে পরিবেশ নষ্ট ও নদী ধ্বংস হওয়ার আশঙ্কা মনে করছেন এলাকার সাধারণ মানুষ। নদী ও পরিবেশ ধ্বংস করে মতিয়ার রহমানের অর্থনৈতিকভাবে লাভবানের জন্য আশ্রয়ণ প্রকল্প তৈরি করা হচ্ছে।

এলাকাবাসী নদী ভরাটের বিষয়টি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানকে অবগত করে এ ব্যাপারে তার সহযোগিতা কামনা করে। এ প্রকল্প বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।

(টিএআর/এনডি/অক্টোবর ১৬, ২০১৪)