| মুর্শিদা মুন্নী |

ভালবাসি বললেই

ভালবাসার জন্য যে ঝরনার
জলে ভেসে যাওয়া আবেগ ধরতে পারে না
ভালবাসার জন্য যে পাহাড়সমান
অহংকার পেছন ফেলে সামনে চলতে পারে না
ভালবাসার জন্য যে একটা রাতের ঘুম
ছাড়তে পারে না
ভালবাসার জন্য যে নিয়ম ভেঙে
অনিয়মকে নিয়ম করতে পারে না
তার জন্য অনেক করুণা!!
ভালবাসি বললেই অনেক মেঘের আকাশ
পাল্টে গিয়ে সাদা সুখে ছেয়ে যায়
ভালবাসি বললেই অনেক জলের নদী
তিরতিরে ঢেউয়ে মিশে শান্তি বিলিয়ে বেড়ায়
ভালবাসি বললেই এক দুপুরের নির্জনতা ভেঙে
কাব্যময় সুখের গল্প হয়,
ভালবাসি বললেই কামিনীর সাদা সাদা ফুল
স্নিগ্ধ সৌরভে মিশে সুখের মুহূর্ত রচনা করে
ভালবাসার সুখ না নিয়েই যিনি
ভালবাসা বোঝেন বলে দাবি করেন
তার জন্য অশেষ করুণা।
কোনো এক কাব্যোষ্ণ সন্ধ্যায়
বুকে গভীর আকুতি নিয়ে প্রিয়জনের
অপেক্ষায় থাকার সুখ তার জন্য নয়,
রক্ত জবার লালে তিনি কেবল খুঁজে বেড়ান
মেহেদি পাতার সবুজের ভেতরের লালের গল্প
তার কাছে সায়েন্টিফিক এক্সপ্লানেশন
এক্স্পেরিমেন্টাল নজরে তিনি ভোরের আকাশে
আলোর পরিমাণ দেখেন
বিকেলের সূর্যের অন্তর্ধান দেখেন
আয়েশী মন নিয়ে
ভালবাসি বলেও ভালো না-বাসার
অপারগতার জন্য তার প্রতি করুণা অসীম!

একদিন

একদিন সুতো ছেঁড়া ঘুড্ডির মত
আমিও স্রেফ নাই হয়ে যাবো,
তুলো মেঘের গায়ে মিহি আবরণ হয়ে
আকশে ভেসে বেড়াবো।
একদিন পালতোলা নৌকার গায়ে
মিহি বাতাস হবো,
একদিন নিয়ন বাতির
হালকা হলদে আলো হবো,
তোমর মুখ দেখব না বলে।
আর শীতের কুয়াশা হবো,
একদিন খুব নিশীথে ক্লান্ত-শ্রান্ত
তোমার দু'চোখের ঘুম হবো ।
একদিন আমি তোমার বুকের খুব গভীরের
না-বলা কষ্ট হবো,
একদিন দুঃসহ কষ্টের মাঝেও
একটু সুখের কারণ হবো ।
একদিন কাউকে চাইব না বলে
অনেক অভিমানের কান্না হবো।

রঙের মেলা

সোনালি সকাল রুপোর নদী
জলে ভাসে পদ্ম
বনের পাখির কিচিরমিচির
সবুজ পাতায় ছন্দ।

পলাশ ফুলে রক্ত লাল
হলদে রাধাচূড়া
গাছের পাতায় আগুন রঙ
সাজল কৃষ্ণচূড়া।।

বকুল শাঁখে শালিক জুটি
আশায় বাঁধে বুক
রাঙ্গা আলোয় চড়ুই ডাকে
চোখে রাজ্যের সুখ।

অপরাজিতার নীলে মেশে
আকাশজুড়ে আসমানী
কচুরীপানায় বেগুনী আভা
কানা বকের আমদানি।

শাপলা শালুক বিলের বুকে
রঙের মেলায় সাজায়
কলমীলতায় সাদা ফুল
বুকে মায়া জাগায়।

টিয়া সবুজ কলাপাতায়
হলদে আলোর খেলা
শিউলি সাদা বুকের পরে
কমলা রঙের মেলা।