চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান উপজেলায় দুদু মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ১০ দিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রী শাহনাজ বেগমকে (৩৫) আটক করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শাহনাজ বেগম স্বামী দুদু মিয়াকে হত্যা করে রান্নাঘরে লাশ লুকিয়ে রাখে।

উপজেলার দক্ষিণ সর্তার সিকদাইর ইউনিয়ন থেকে বৃহস্পতিবার সকালে দুদু মিয়ার লাশ উদ্ধার করা হয়।

শাহনাজ বলেন, ‘আমাদের মধ্যে পারিবারিক কলহ যেন লেগেই ছিল। সহ্য করতে না পেরে ৬ অক্টোবর ঘুমের মধ্যে তাকে কুপিয়ে হত্যা করে লাশ রান্নাঘরে পুঁতে রাখি। কিন্তু পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদে লাশের কথা বলতে বাধ্য হয়েছি।’

রাউজান থানার এসআই মো. খলিল জানান, নিহতের পরিবার বৃহস্পতিবার সকালে তাদের হত্যাকাণ্ডের খবর দেয়। পরে তারা গিয়ে লাশটি উদ্ধার করেন। ১০ দিন পর লাশের সন্ধান পাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলেও জানান এসআই।

রাউজান থানার ওসি প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্ত্রী হত্যাকাণ্ডের কথা স্বীকার করায় তাকে আটক করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

(ওএস/এইচআর/অক্টোবর ১৬, ২০১৪)