বিশেষ সংবাদদাতা : পরিবেশ ও মানবতা ধ্বংসকারী প্রাণঘাতী সব পাওয়ার প্লান্ট বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে ইকুইটিবিডি।

জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে ইকুইটিবিডির উদ্যোগে বিশ্বব্যাপী প্রাণঘাতী এনার্জি প্লান্ট এবং মানবাধিকার হরণকারী বাণিজ্য ব্যবস্থার বিরুদ্ধে চলমান ১২ থেকে ১৮ অক্টোবর বিশ্বকর্মসূচি সপ্তাহের অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে।

এতে বক্তারা জানান, প্রাণঘাতী পাওয়ার প্লান্টগুলো বন্ধ করার দাবিতে ‘রিক্লেইম পাওয়ার’ শিরোনামে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়াসহ ইউরোপের দেশগুলোতে সপ্তাহব্যাপী যে প্রতিবাদ কর্মসূচি চলছে তারই অংশ হিসেবে এই মানববন্ধন করছেন তারা।

পাওয়ার প্লান্ট স্থাপনের কথা উল্লেখ করে তারা বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো এখন বিপর্যয়কারী পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য তোড়জোড় চালাচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে পরিবেশ এবং সম্পদ। বাংলাদেশের সুন্দরবন ধ্বংসকারী রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প তারই একটি উদাহরণ।

এছাড়াও তারা কলেন, অনেক সময় সরকার বিদেশী করপোরেশনগুলোর মানবতাবিরোধী বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করতে চাইলেও জরিমানা ও বাণিজ্য অবরোধের হুমকির সামনে পিছিয়ে যেতে বাধ্য হয়। আর এই বির্পযয় ঠেকাতে সরকারকে এই গণ্ডি থেকে বের হয়ে আসতে হবে।

এ সময় ইকুইটিবিডির বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।

(এমএম/এনডি/অক্টোবর ১৬, ২০১৪)