ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের হাজার হাজার মানুষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিন ধরে এই ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবনটির দরজা জানালা একেবারেই নেই, মেঝে স্যাঁতসেঁতে, দেয়ালের পলেস্তা খসে পড়ে ভবনটি একেবারেই ব্যবহারের অনুপোযোগি হয়ে পড়েছে। ভবনটি ব্যবহার না হওয়ার যেমন বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে এবং অন্যদিকে সামনের জায়গাতে চায়ের দোকার ও কাঠ ব্যবসায়ীরা কাঠ ফেলে জায়গা দখল করে রেখেছে।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, পরিবার পরিকল্পনা সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীর সেবা, গর্ভবতী মহিলা ও সাধারণ রোগীদের সেবা দেওয়ার কথা রয়েছে এই স্বাস্থ্য কেন্দ্রে। উক্ত স্বাস্থ্য কেন্দ্রটিতে ১জন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন পরিবার কল্যাণ পরিদর্শিকা, ১ জন ফার্মাসিস্ট, ১জন আয়া ও ১ জন নাইট গার্ড কর্মরত থাকার কথা থাকলেও পদায়ন রয়েছে মাত্র একজন ফার্মাসিস্টি। তিনিও রয়েছেন আবার দুই ইউনিয়নের দায়িত্বে। ওই ফার্মাসিস্টি ভবনে বসার সুযোগ না থাকার কারনে ইউনিয়ন পরিষদে বসছেন সপ্তাহে তিনদিন। যদিও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকা না থাকার কারনে গর্ভবতী মহিলা এবং সাধারণ রোগীদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিষ্ঠানে একমাত্র কর্মরত ফার্মাসিস্ট জাকারিয়া তৌহিদ জানান, জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে অন্যদিকে ভবনটি অরক্ষিত অবস্থায় থাকার কারণে সরকারী সম্পদ দখল হচ্ছে হয়ে যাচ্ছে।

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, উক্ত ভবনটি পরিত্যক্ত হওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। ভবনটি পরিত্যক্ত হওয়ায় জনবলও নিয়োগ দেওয়া যাচ্ছে না যার ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।

(এন/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)