স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে 'ই' গ্রুপের লড়াই। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত একটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে জাপানের এবং জার্মানি আল বায়েত স্টেডিয়ামে মুখোমুখি হবে কোস্টারিকার। এই গ্রুপে কোনো দলেরই নকআউট নিশ্চিত হয়নি, বাদও পড়েনি কোনো দল।

স্পেনের পয়েন্ট সবচেয়ে বেশি, ৪। জাপান আর কোস্টারিকার ৩ করে। ১ পয়েন্ট নিয়ে জার্মানি সবার নিচে। তবে ৪ পয়েন্ট নিয়েও বিদায় হয়ে যেতে পারে স্পেনের, তেমনি ১ পয়েন্ট পাওয়া জার্মানিরও সুযোগ আছে নকআউটে যাওয়ার। সবার জন্যই দ্বিতীয়পর্বের পথ খোলা।

নকআউট নির্ধারণী দুই ম্যাচের আগে এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পরিসংখ্যান...

স্পেন-জাপান: দুই দল এর আগে মাত্র একবারই পরস্পরের মুখোমুখি হয়েছে। ২০২১ সালে সেই প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন।

জার্মানি-কোস্টারিকা: দুই দল একবার মুখোমুখি হয়েছিল এবং সেটা বিশ্বকাপেই। ২০০৬ বিশ্বকাপে সে ম্যাচে জার্মানি জিতেছিল ৪-২ গোলে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)