শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরল পৌরসভা ও ১২নং রাজারামপুর ইউপি এবং অন্য একটি ওর্ডের নির্বাচনে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার মনোনয়নের শেষ জমা দানের দিনে বিরল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ০৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউপিতে চেয়ারম্যান পদে ০২ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন ও সংরক্ষিত সদস্য পদে' ০৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিরল উপজেলা নির্বাচনী অফিসার ও রিটার্নিং অফিসার জানায়, বিরল পৌরসভায় মেয়র পদে বর্তমান মেয়র সবুজার সিদ্দিক সাগর (আওয়ামীলীগ), রেজাউল ইসলাম বাদশা (বিএনপি সমর্থিত -স্বতন্ত্র) ও আল-মামুনুর ররশীদ রাজু (স্বতন্ত্র) মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তিনি জানান, ১২নং রাজারামপুর ইউনিয়নে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, চেয়ারম্যান পদে দুই জন-সুকুমার চন্দ্র রায় মুকুল (আওয়ামীলীগ) ও মো. মিজানুর রহমান হিরা, সাধারণ সদস্য পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১২ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ০৩ ডিসেম্বর। বাছাই তালিকা প্রকাশ ০৪ ডিসেম্বর । প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১১ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ২৯ ডিসেম্বর।

বিরল পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৯ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছে ৮৯১৫ জন।এরমধ্যে পুরুষ ৪৫৫৬ জন ও নারী ৪৩৫৯ জন। ১২নং রাজামরামপুর ইউপিতে ৯টি ওয়ার্ডে ৯ টি ভোট কেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১০৯৩৪ জন। এরমধ্যে পুরুষ ৫৫৭৬ জন ও নারী ৫৩৫৮ জন ভোটার রয়েছে। এছাড়াও ৬ নং ভান্ডারা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।এ উপ-নির্বাচনে এ ওয়ার্ডের ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)