শাহ্ আলম শাহী, দিনাজপুর : "অসমতা দূর করি,এইডস মুক্ত বিশ্ব  গড়ি"এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র‌্যালি ও আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আবাসিক মেডিকেল অফিসার তন্ময় কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুন্নাহার আজাদি সহ আরো অনেকে।

সভায় বক্তারা এইডসের ঝুঁকি থেকে সবাইকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের পরামর্শ ও পদ্ধতি গ্রহণের আহবান জানায়।
অন্যদিকে কয়েকটি বেসকারি উন্নয়ন সংস্থা হিলিতে এইডস দিবসে নানা কর্মসূচি পালন করেছে। ভারতীয় সীমান্ত সংলগ্ন এই হিলি এইডস এ ঝুঁকিপূর্ণ বলেও তারা জানিয়েছেন।

(এস/এসপি/ডিসেম্বর ০১, ২০২২)