শাহ্ আলম শাহী, দিনাজপুর : এক থাপ্পড়ে মৃত্যু হয়েছে খালেকুল ইসলাম (৫০) নামে এক অটোবাইক চালকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা আনুমানিক দেড়টার দিনাজপুর শহরের ব্যস্ততম এলাকা মালদহ পট্রিস্থ চুরিপট্রি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক বৌ বাজার থাকায় অন্যান্য দিনের চেয়ে দিনের প্রথমার্ধে আজ শুক্রবার ভীড় ছিলো ব্যস্ততম মালদহ পট্রি এলাকায়। দুপুর আনুমানিক দেড় টায় খালেকুল অটো চালক নিয়ে যাওয়ার সময় চুরিপট্রিস্থ মেগা বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারি সন্তোষ কুমার ডাল মিয়ার সাথে ধাক্কা লাগে।

এ সময় সন্তোষ কুমার ডাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয় অটো চালক খালেকুল ইসলামের সাথে। সন্তোষ কুমার ডাক মিয়াউত্তেজনার এক মুহূর্তে খালেকুল ইসলামের কান মাথা ও চোয়াল বরাবর এক থাপ্পড় মারে। এসময় কাল দিয়ে রক্ত পড়ে।এতে খালেকুল মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।

এসময় অন্যান্য লোকজন খালেকুলের পরিবারকে মুঠোফোন এ খবর দিলে তার স্ত্রী এসে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসকগণ জানিয়েছেন, থাপ্পড়ের প্রচন্ডতায় খালেকুলের মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত অটো বাইক চালক খালেকুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতেন দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেখপুরাস্থ মেগদা পাড়ায়। তার নিজের বাড়ি বিরল উপজেলায়। তার পিতা মৃত সাবের আলী। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০২২)