ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সকল ইউনিয়নের ছ'মিল গুলোতে কর্মরত শ্রমিকদের নিয়ে গঠিত পলাশবাড়ী ছ'মিল শ্রমিক ইউনিয়ন রেজিঃ- রাজ-২৩৮৪ এর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ীর রাইসমিল নামকস্থানে রশিদুল ইসলামের ছ'মিলে' ছ'মিল মিস্ত্রি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সাধারণ সভায় শ্রমিকদের কন্ঠভোটে কার্যনির্বাহী কমিটি গঠন হয়।

কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন - সভাপতি- শাহারুল ইসলাম, সহ সভাপতি - আব্দুল কাদের,সহ সভাপতি - আব্দুর রাজ্জাক,সাধারণ সম্পাদক - রশিদুল ইসলাম প্রধান,সহ- সাধারণ সম্পাদক - জাইদুল ইসলাম শেখ (জামালপুর), সহ- সাধারণ সম্পাদক - সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক - জাইদুল ইসলাম (আযমপুর), কোষাধ্যক্ষ -জাইদুল ইসলাম (জগরজানি),দপ্তর সম্পাদক - নুর আলম প্রধান,প্রচার ও প্রকাশনা সম্পাদক - জাকিরুল ইসলাম,কার্যকারি সদস্য - ফুল মিয়া,শফিকুল ইসলাম,বকুল প্রধান। এছাড়াও সাধারণ সভায় নবনির্বাচিত কমিটি'র ও সাধারণ সদস্যদের সম্মতিতে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন যথাক্রমে রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু।

(এসআইআর/এএস/ডিসেম্বর ০২, ২০২২)