নওগাঁ প্রতিনিধি : আজ শনিবার সকাল সাড়ে ৭টায়  র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে  নওগাঁ জেলা সদরের বরুনকান্দি মোড়ে এক বাইসাইকেল চালককে ধাক্কা দেয়া ট্র্যাক চালক আসামী  মোঃ জাকির হোসেন (২৫), পিতা- মোঃ ইয়ার হোসেন, সাং- ধামগড়, ও হেলপার  মোঃ আমির হামজা (২৩), পিতা-মোঃ আবুল খায়ের, সাং-গকুল নগর, উভয় থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে। এরা দুজনই বদলগাছীর গাঁজা বহনকারী ট্রাকের  চলেক ও হেলপাড়। শুক্রবার সকালে  নওগাঁ জেলা সদরের বরুনকান্দিতে  বদলগাছী গামী ( নং-ঢাকা মেট্রো-ড-১৪-৮৭১৪) নম্বরের ট্র্যাক বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে এসে  বাইসাইকেল আরোহী  মোজাম্মেল হক বাবু (৪৮)কে ধাক্কা মারে। ট্র্যাকের ধাক্কায় বাবু মারা যায়। এসময় অজ্ঞাতনামা ট্রাক চালক ও হেলপার ঘটনাস্থল হতে ট্রাকটি নিয়ে দ্রুত বদলগাছীর দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে নওগাঁ জেলার সদর থানার মামলা দায়ের করে।

ঘাতক ট্র্যাকটি এসময় ট্রাকে গাঁজা বহন করছিল। বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর এলাকায় গাঁজাসহ ট্র্যাকটি রেখে চালক-হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন বদলগাছী থানা পুলিশকে খরব দিলে বদলগাছী থানা পুলিশ উক্ত ট্র্যাকটির ভিতর হতে ১৮ কেজি গাঁজা জব্দ করে এবং পুলিশ মাদক আইনে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনায় র‌্যাব-৫, রাজশাহী ছায়াতদন্ত শুরু করে এবং পরবর্তীতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল বিশেষ গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে জানতে পারে ঘাতক ট্র্যাক চালক ও মাদক ব্যবসায়ী নাটোর রেলষ্টেশনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ঘাতক ট্র্যাক চালক আসামী ১। মোঃ জাকির হোসেন (২৫) ও মাদক ব্যবসায়ী ২। মোঃ আমির হামজা (২৩) কে উক্ত গাড়ীর কাগজপত্রসহ নাটোর রেলষ্টেশন হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২২)