নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে এআরআই ফাউন্ডেশনের সহায়তায় দুইশ’ দুস্থ শীতবস্ত্র হিসেবে পেল কম্বল। আজ শনিবার বিকেলে উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা ডিআই ফাজিল মাদ্রাসা মাঠে এসব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

তাওফিক ইমরোজের সঞ্চালনায় এআরআই (আবু রাশেদ ইমাম) সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন,রড়থা এর আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মোহাম্মদ আফতার উদ্দিন। আবু রাশেদ ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.মোজাম্মেল হক কাজী, আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান, এআরআই সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আবু রাশেদ ইমাম, বড়থা ডিআই ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্কাউটের রাজশাহী অঞ্চলের সহকারি লিডার মো.মিজানুর রহমান। অনুষ্ঠানে এলাকায় দুইশত দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

উল্লেখ্য, এআরআই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.আবু রাশেদ ইমাম ও তার পরিবারের অর্থায়নে এ শীতবস্ত্র প্রদান করা হয়।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২২)