বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর এখন ঢাকায় অবস্থান করেছন। আরটিভির একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেই তার ঢাকায় আসা। বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

জানা যায়, মোনালি এখন রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে বিশ্রাম নিচ্ছেন। ১৬ অক্টোবর রাতে ‘মোনালি ঠাকুর নাইট’ অনুষ্ঠানে টানা তিন-চার ঘন্টা সংগীত পরিবেশন করবেন তিনি। আরটিভির স্টুডিও থেকে সম্প্রচার করা হবে সরাসরি। আরটিভিতে ১৬ অক্টোবর রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু হবে ‘মোনালি ঠাকুর লাইভ’। পরদিন সকালে আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রচারণায় আসেন। এরপর বলিউডের ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া)। এ ছাড়া ওপার বাংলার ‘ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ (১০০% লাভ), ‘ও মধু’ (রংবাজ), ‘পেয়ারে লাল’ (দুই পৃথিবী) প্রভৃতি জনপ্রিয় গান গেয়েছেন।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)