কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- গোলাপ মিয়া (৩৫), ফরিদ (২৮), শমসের আলী (৩২) ও আব্দুল কাদির ( ২৮)। তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাটালিয়া গ্রামে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে ২০০৬ সালের ২০ জুলাই বিকেলে প্রতিপক্ষের হাতে খুন হন পাটধা কাঠালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে বাচ্চু মিয়া (৩৫)। এ ব্যাপারে নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে পরদিন ১১জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ২৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষে এপিপি আতাউর রহমান ও আসামি পক্ষে অ্যাডভোকেট অশোক কুমার সরকার মামলা পরিচালনা করেন।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)