বিনোদন ডেস্ক : যৌতুকের দাবিতে প্রথম স্ত্রী লামিয়া ইসলাম অনন্যাকে নির্যাতনের অভিযোগের মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে হাজির হন অনন্যা। তবে আরফিন রুমির পক্ষে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান মামলার বিষয় নিয়ে বাদী ও আসামির মধ্যে আপস মীমাংসা চলছে জানিয়ে সময়ের আবেদন করেন।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক আরিফুর রহমান আপস মীমাংসার জন্য সময় মঞ্জুর করে আগামী ৬ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। এর আগে গত ১১ সেপ্টেম্বর ও ২১ অক্টোবর সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেয়া হয়েছিল।

অনন্যা বলেন, আরফিন রুমির পক্ষে মামলাটির বিষয়ে আপস করার কথা বারবার বলা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমঝোতা হয়নি। শর্ত মোতাবেক তাদের একমাত্র সন্তান আরিয়ানের নামে ২০ লাখ টাকাও ফিক্সড ডিপোজিট করেননি।

আরফিন রুমির পক্ষে আপোসের কথা বলে বারবার তারিখ পেছানোর অভিযোগ করেন তিনি। আদালতে আরফিন রুমি ও অনন্যা হাজির ছিলেন। গত ১০ আগস্ট আরফিন রুমির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

উল্লেখ্য, ২০১৩ সালের ১২ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা গ্রেফতার হন রুমি।

পরদিন ৭ শর্ত পূরণ সাপেক্ষ হলফনামা দিয়ে জামিন পান রুমি। তবে জামিনের শর্ত লঙ্ঘন করায় পুনরায় জামিন বাতিল করে কারাগারে নেয়া হয় রুমিকে। পরবর্তীতে আপসের শর্তে ফের জামিন পান তিনি। ২০০৮ সালের ৪ এপ্রিল বিয়ে হয় রুমি ও অনন্যার। আরিয়ান নামে তাদের একটি ৩ বছরের পুত্র সন্তান রয়েছে।

মামলায় স্ত্রী অনন্যার অভিযোগ, ২০১২ সালে আমেরিকা প্রবাসী কামরুন নেসাকে বিয়ে করেন রুমি। এর কিছুদিন পরই দ্বিতীয় স্ত্রী নিয়ে আমেরিকায় পাড়ি জমান। পাশাপাশি বন্ধ করে দেন ছেলে ও প্রথম স্ত্রীর ভরণপোষণ।

আমেরিকা থেকে ফিরে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে নিয়মিত অনন্যার ওপর নির্যাতন চালাতেন বলেও মামলায় লামিয়া অভিযোগ করেন।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)