স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপটা তেমন একটা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগাল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউণ্ডে উঠলেও ব্যক্তিগত পারফরম্যান্সে হতাশ করেছেন ক্লাববিহীন এই খেলোয়াড়। মাত্র একটি গোল করেছেন রোনালদো সেটিও পেনাল্টি থেকে। বিশ্বকাপের আগে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে বিশাল সাক্ষাৎকার দিয়ে আলোচনার জন্ম দেন তিনি। এবার বিশ্বকাপের মাঝপথেও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলেন সিআর সেভেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রোনালদোকে বদলি করে আরেকজনকে নামানো হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান রোনালদো। তাতেই ক্ষুব্ধ হয়েছেন পর্তুগিজ কোচ।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে পর্তুগাল। তার আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ সান্তোস সংবাদ সম্মেলনে এসে রোনালদোর এমন প্রতিক্রিয়া দেখানো সম্বন্ধে বলেন, ‘আমি এমন বিষয় নিয়ে চিন্তিত নই। আমি এসব খবর পড়িও না। আমি শুধুই দল নিয়ে ব্যস্ত। আমরা ট্রেনিং নিয়েই ব্যস্ত সময় পার করছি। অবশ্যই রোনালদো এমন প্রতিক্রিয়া দেখানোয় আমি তা পছন্দ করিনি। একদমই এটা পছন্দ করি না এবং এই জিনিসটা সেখানেই শেষ হয়ে গেছে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ছেড়ে বর্তমানে ক্লাবহীন রয়েছেন রোনালদো। গুঞ্জন শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল নাসেরে জয়েন দিতে যাচ্ছেন রোনালদো। সান্তোস বলেন, ‘আমি তার সঙ্গে এই ব্যাপারে কথা বলিনি। আমি এই সম্পর্কে কিছু জানিনা। আমি এখানে এসেই কেবল আপনাদের মুখ থেকে শুনলাম। আমরা বিশ্বকাপে এসেছি এবং এখানেই মনোযোগ দিতে চাচ্ছি।’

(ওএস/এএস/ডিসেম্বর ০৬, ২০২২)