নিউজ ডেস্ক : চাঁদের অন্ধকার দিক দেখতে 'টারকোয়েজ’ রঙের, অর্থাৎ অনেকটা নীলাভ-সবুজ বা ফিরোজা রঙের বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদদের একটি দল।

সম্প্রতি হাওয়াইতে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ পরিচালিত মাওনা লুয়া মানমন্দিরে শক্তিশালী টেলিস্কোপ ও ক্যামেরা বসিয়ে দুই বছর ধরে এ গবেষণা চালিয়েছে জ্যোতির্বিদদের দল।

জ্যোতির্বিদদের দল দেখেছেন, পৃথিবী থেকে প্রতিফলিত নীল আলো চাঁদের গায়ে পড়লে চাঁদের ওই অংশটিকে আসলে নীলাভ-সবুজ বা টার্কিশ রঙের দেখায়।

গবেষকেরা জানিয়েছেন, এই রং বুঝতে পারার সবচেয়ে ভালো সময় যখন নতুন চাঁদ ওঠে। সূর্যের আলো পৃথিবীতে আছড়ে পড়ছে। পৃথিবী থেকে প্রতিফলিত হওয়ার সময় এই আলো পৃথিবীর রং নিয়ে যাচ্ছে। পরে চাঁদ পর্যন্ত প্রতিফলিত হচ্ছে এবং তারপর আমাদের কাছে ফিরে আসছে।

চাঁদের অন্ধকার দিকের এই পর্যবেক্ষণ পৃথিবীর রঙের হিসাব-নিকাশের কাজেে আসতে পারে। এ থেকে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণাতেও সুফল পাওয়া যেতে পারে বলে জানান জ্যোতির্বিদদের দল।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)