নওগাঁ প্রতিনিধি : আজ মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁয় ব্র্যাকের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর ২টা পর্যন্ত এই সংলাপ চলে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি অধিকার এ সংলাপের আয়োজন করে। 

ব্র্যাক জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান (পিএএ)। নীতি নির্ধারকদের পক্ষ হতে আলোচনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম জাকির হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ জাবেদ ইকবাল, কিশোর-কিশোরীদের প্রতিনিধি প্রমূখ।

কর্মশালার উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মো: আব্দুল হালিম। এসময় ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২২)