বগুড়া প্রতিনিধি : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, যারা নতুন ভোটার হচ্ছেন তাদের আইডি কার্ডে সুন্দর ছবি উপস্থাপনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সফল করতে কর্মকর্তাদের আরো নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া সার্কিট হাউজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

উল্লেখ্য, জাতীয় পরিচয়পত্র তৈরিতে ভোটারদের ছবির বিষয় নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। সঠিকভাবে ছবি তোলা না হওয়ায় আইডি কার্ডের ছবি অন্ধকারাচ্ছন্ন ও অস্পষ্ট বলে অনেকেরই অভিযোগ।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়ার পরামর্শ দেন এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শফিকুর রেজা।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)