বিনোদন ডেস্ক : গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে শুরু হয়েছে তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার বিকেলে তিনদিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহারের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ ও নায়ক রাজ রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ। সমাজ ও জাতির পরিবর্তনে চলচ্চিত্র অনেক বেশি ভূমিকা রাখতে সক্ষম হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও কুসংস্কারসহ সকল ধরনের অনাচার ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে চলচ্চিত্রের বিকল্প আর কিছু নেই।

সভাপতির বক্তব্যে বেগম কামরুন নাহার বলেন, জনগণকে সচেতন করার জন্যই গণযোগাযোগ অধিদপ্তর কাজ করে থাকে। জনগণের কাছ থেকে তথ্যগ্রহণ ও তাদেরকে তথ্য প্রদান করে গণযোগাযোগ অধিদপ্তর জনগণের সঙ্গে সেতুবন্ধন করেছে বলেও মনে করেন বেগম কামরুন নাহার। এসময় তিনি উঠোন বৈঠক, সুধীসমাবেশ ও তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র প্রদর্শনসহ গণযোগাযোগ অধিদপ্তরের নানা কার্যক্রম তুলে ধরেন।


মুক্তিযুদ্ধভিত্তিক ও জনসচেতনতামূলক চলচ্চিত্রসহ তিনদিনব্যাপীএই উৎসবে মোট নয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় ‘গেরিলা’, ‘বন্দে মায়া লাগাইছে’ ও ‘একটি ফুলকে বাঁচাবো বলে’।

মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে ‘আমার বন্ধু রাশেদ, ‘সেই রাতের কথা বলতে এসেছি’ ও ‘সর্বনাশা জঙ্গিবাদ’। বুধবার শেষ দিন সন্ধ্যায় প্রদর্শিত হবে ‘জয়যাত্রা’, ‘জোছনায় ভরা মন’ ও ‘মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ’।

(ওএস/এইচআর/এপ্রিল ২৮, ২০১৪)