আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা, আ’লীগের সাবেক নেতা ও প্রয়াত পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাকের রাজনৈতিক সচিব বিপ্লব সমদ্দার (৭০) বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে পরলোক গমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ১ ছেলে, নাতনীসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের পারিবারিক শ্মশানে বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তি বর্গের শোক, সমবেদনা ও শ্রদ্ধার মধ্য দিয়ে অন্তোষ্টিক্রিয়া অনুষ্টিতর কথা জানিয়েছেন একমাত্র ছেলে শুভাশীষ সমদ্দার।

বিপ্লব সমদ্দারের মৃত্যুতে ফোনে পরিবার সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রয়াত মন্ত্রী আ. রাজ্জাকের ছেলে এমপি ফাহিম রাজ্জাক, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্ল¬াহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দ,দৈনিক সমকালে সহযোগী সম্পাদক অজয় দাস গুপ্ত, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের ঢাকা মহানগর শাখার যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রনজিত সমদ্দার, অগ্রনী ব্যাংকের পরিচালক এ্যাড.বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

(টিবি/এএস/অক্টোবর ১৬, ২০১৪)