বরগুনা প্রতিনিধি :গত বুধবার দুপুরে বরগুনার এলজিইডি ভবনে পুলিশের সহযোগিতায় টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার নির্মাণ কাজের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার বেলা ১টা পর্যন্ত।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল থেকে বেলা ১টা পর্যন্ত আওয়ামী লীগ-যুবলীগ ক্যাডারদের দখলে ছিল পুরো এলজিইডি ভবন। এর মাঝে কয়েকজন ফরম জমা দিয়ে গেলে টেন্ডার বাক্স ছিনিয়ে নিয়ে যায় ক্যাডাররা। অনেকে টেন্ডারবাজ সিন্ডিকেটের দাপটে টেন্ডার ফরম জমাও দিতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার হতাশা ব্যক্ত করে বলেন, বরগুনার ইতিহাসে এই প্রথম টেন্ডারবাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পর নতুন করে আবার টেন্ডার বাক্স দেওয়া হলেও সেটা ছিল লোক দেখানো মাত্র। সেখানে কাউকে ফরম জমা দিতে দেওয়া হয়নি।
ঠিকাদাররা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা কিছু ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট তৈরি করে সমঝোতার মাধ্যমে দরপত্র জমা দিতে দেয়নি।
পুলিশের সহযোগিতায় এ সব ঘটনা ঘটেছে এমন অভিযোগের জবাবে ওই স্থানে দায়িত্বরত এসআই ফারুক মৃধা বলেন, এখানে কোনো অনিয়ম আমার চোখে ধরা পড়েনি।
সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, নিয়ম অনুযায়ী দরপত্র জমা নেওয়া হয়েছে। কোনো অনিয়ম হয়েছে বলে আমার জানা নেই।

(এমএইচ/এসসি/অক্টোবর১৬,২০১৪)