বরিশাল প্রতিনিধি : জেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ, কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৭১ মণ ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ১৭টি ট্রলার ও একটি লঞ্চে অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে এই মাছ ধরে মজুদ করে বরিশালে উদ্দেশ্যে আনা হচ্ছিল। খবর পেয়ে তারা অভিযান চালায়। এসময় ১৭টি ট্রলার এবং একটি লঞ্চ থেকে ৭১ মণ ইলিশ জব্দ করেন তারা।
এই মাছ নিলামে বিক্রি করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদা সুলতানা।

(টিবি/জেএ/অক্টোবর ১৬, ২০১৪)