নিউজ ডেস্ক : গুগলের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ বাজারে আসতেই শুরু হয়েছে হৈচৈ। নেক্সাসের পর কোন কোম্পানি তাদের মোবাইলে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করবে তা নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মটোরোলা কোম্পানি তাদের সর্বাধুনিক ফোনে ব্যবহার করতে চলেছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ। মটো-এক্স (ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশন), মটো-জি (সেকেন্ড জেনারেশন) ও মটো-ই ব্যবহার করবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ।

বুধবারই গুগল ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের নয়া অ্যান্ড্রয়েড আপগ্রেড প্রকাশ্যে আনা হয়েছে। জিঞ্জার ব্রেড, আইসক্রিম স্যান্ডুইচ, জেলি বিন, কিটক্যাটের পর এই ভার্সনের নাম দেওয়া হয়েছে ললিপপ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভার্সনটি আনার উদ্দেশ্যই হল ‘মাল্টি স্ক্রিন ওয়ার্ল্ড’ তৈরি করা। এই ভার্সনটি অ্যাপস ডেভেলপারদের জন্য বিশেষ সুবিধাজনক।

(ওএস/অ/অক্টোবর ১৬, ২০১৪)