বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : আজ ১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস। এই উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, স্বেচ্ছাসেবি সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে শনিবার (১০ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।

মুক্তিযুদ্ধের সময় সম্মুখযুদ্ধে মারা যাওয়া সবচেয়ে ছোট সদস্য শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর কবরে শনিবার পুষ্পমাল্য অর্পণ করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন খলিল বাহিনীর প্রধান সাবেক পৌর চেয়ারম্যান খলিলুর রহমান খান, মুক্তিযোদ্ধা ফোরামের সভাপতি সাজাহান হাওলাদার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ। পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এছাড়াও মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন পাশে আছি মাদারীপুরের সভাপতি মো. বায়জীদ মিয়ার নেতৃত্বে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বপ্নের সবুজ বাংলাদেশের সভাপতি মো. ইমরান মুন্সির নেতৃত্বে গাছের চারা বিতরণ, নকশি কাথার সদস্য কেএম জুবায়ের জাহিদের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়েছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ১০, ২০২২)