পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করায় ১৭ জেলেকে বিভিন্ন দন্ড দেয়া হয়েছে। এর মধ্যে ১০ জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং সাত জনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

একই সময় জব্ধ করা ৯০ হাজার মিটার জাল আগুনে পুড়ে নষ্ট করা হয়। কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বুধবার রাত ৯টায় এ দন্ডাদেশ দিয়েছেন। উপজেলার আগুনমুখা ও রামনাবাদ মোহনা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ট্রলারসহ ১৭ জেলেকে গ্রেফতার করা হয়। এসময় ৯০ হাজার মিটার জাল জব্ধ করা হয়।

(এমআর/পি/অক্টোবর ১৬, ২০১৪)