ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হলো। এ উপলক্ষে আজ বুধবার সকালে নীলফামারী সরকারী কলেজ বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ। 

শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর একে একে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এ সময় একে একে আওয়ামী লীগসহ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ, সিভিল সার্জন, পৌর মেয়রের পক্ষে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা, সদর উপজেলা পরিষদের পক্ষে নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। এরপর শহীদের স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোনাজাত করে রুহের মাগফেরাম কামনা করা হয়। সকাল সাড়ে নয়টায় নীলফামারী সরকারি কলেজ হলরুমে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষন কুন্ডু।

(ওকে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)