সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুলিশের একটি চৌকস দল শহীদদের উদ্দেশে গার্ড অব অনার প্রদান করেন। পরে উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন পুলিশ পরিদর্শক এএফএম নাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্ল প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২২)