মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : সুবর্ণচর উপজেলার আধুনিক দ্বিনী প্রতিষ্ঠান তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার হিফজ সনদ প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ২ নং চরবাটা ইউনিয়নের চরবাটা খাসের হাট রাস্তার মাথায় অবস্থিত মাদরাসা হল রুমে অন্ষ্ঠুানের আয়োজন করা হয়।

তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় ও মাদরাসার সভাপতি সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ সাইফুল ইসলাম সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সৌদি সরকার স্বিকৃত মুততাসীল সনদপ্রাপ্ত শাইখ ক্বারি হারীসুল ইসলাম সাহেব। প্রশিক্ষক ও জাতীয় বিচারক বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন, হিফজ শিক্ষা বোর্ড।

বিশেষ অতিথি ছিলেন, হারিছ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রিজওয়ানুল বারী চরবাটা মহিলা মডেল মাদরাসার পরিচালাক মাওলানা খোবাইব হোসেন, সমাজ সেবক নুর আলম সাহাব উদ্দিন, আহসান উল্যাহ,আব্দুর রহমান, ইলিয়াস খান, মাওলানা নুর নবী প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ হেমায়েতুর রহমান কেরামত পুরী, সহকারি পরিচালক মোঃ মনির হোসাইন, মাদরাসার শিক্ষক হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মুজাহিদুল ইসলাম, হাফেজ মোঃ তারেক হোসেন, হাফেজ কউসার আজিজ, হাফেজ মোঃ সোয়াইব হোসাইন, হাফেজ মোঃ রুহুল আমিন সুজন, মাষ্টার মোঃ মাহবুবুল হাসান, তাহফিজুল উম্মাহ বালিকা শাখার পরিচালক হাফেজ তানজিল হাসান। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন।

(এস/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)