স্টাফ রিপোর্টার : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নতুন কমিটিতে ঠাঁই না পাওয়া পদবঞ্চিত নেতারা বিক্ষোভ করছেন।

পাঁচ শতাধিক নেতাকর্মী শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন।

তারা ‘এ্যানি-টুকুর চামড়া তুলে নেব আমরা’, ‘এ্যানি-টুকুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘এ্যানি-টুকুর মিশন শেখ হাসিনার ভিশন’ ও ‘পকেট কমিটি মানি না, মানব না’ স্লোগান দিতে থাকে।

বিক্ষোভের নেতৃত্বে রয়েছেন- আবু সাঈদ, জাভেদ হাসান স্বাধীন, আনিসুর রহমান তালুকদার খোকন, তরুণ দে, কামাল আনোয়ার আহমেদ, রাশেদুল ইসলাম তালুকদার রাজু, ওয়ায়দুল হক নাসির, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, মশিউর রহমান মিশু, তরিকুল ইসলাম টিটু ও নূরুজ্জামান মুকিত লিংকন।

এছাড়াও রয়েছেন- মাহবুবুল আজম, মনিরুল ইসলাম সোহাগ, এম কামরুজ্জামান, আব্দুল মান্নান ফরহাদ, আহসানুল হক রুবেল, রাকিবুল ইসলাম রয়েল, সাঈদ ইকবাল টিটু, রফিকুল ইসলাম রফিক, এমরান হোসেন মানিক, শামসুজ্জোহা সুমন ও জসীম উদ্দিন খান।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি (আংশিক) গঠন করা হয়।

(ওএস/এইচআর/অক্টোবর ১৭, ২০১৪)