স্টাফ রিপোর্টার : রাজধানীতে শুক্রবার ভোরে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।

রাজধানীর ধোলাইপাড় মোড়ে শুক্রবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম জহির (৩৫) আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায়।

মামা বাবুল আক্তার জানান, রিয়াজুল একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন। জুরাইনের মুরাদপুরের বাসা থেকে ভোর সাড়ে ৫টায় রিকশা নিয়ে স্ত্রী মুক্তা বেগমকে আনতে সদরঘাট যাচ্ছিলেন তিনি। পথে ধোলাইরপাড় মোড়ে পৌঁছলে ৫-৬ জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এ সময় তার পিঠে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। তাকে উদ্ধার করে মামা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

অন্যদিকে রাজধানীর ঘোড়াপট্টিতে ভোর ৬টায় শফিকুর রহমান (৩২) নামে এক জুতার দোকানের কর্মকারীকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এ সময় হাত ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা এক হাজার টাকা নিয়ে গেছে তারা।

আহত শফিকুর রহমান জানান, তার বাসা আগামসি লেনে। কুমিল্লা থেকে ঢাকা এসে বাস থেকে গুলিস্তানে নেমে রিকশাযোগে বাসায় আসার সময় এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয় দুটি নিশ্চিত করেন।
(ওএস/এইচআর/অক্টোবর ১৭, ২০১৪)