চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার সাহেবনগর থেকে অপহৃত মুদি ব্যবসায়ী রায়হান উদ্দীনকে (৩২) শুক্রবার ভোর ৫ টার দিকে উদ্ধার করেছে পুলিশ।

আলমডাঙ্গার ভাটাই নদীর কাছে কাবিননগর মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত রায়হান উদ্দীন উপজেলার দত্তাইল গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়হান উদ্দীন ও সন্যাসী পরমানিক সরোজগঞ্জ বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সাহেব নগর ঈদগাহ মাঠের কাছে পৌঁছায়। এ সময় ৯-১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে সন্যাসি পরমানিককে পিটিয়ে গুরুতর আহত করে রায়হান উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়।

রাতেই পুলিশকে এ বিষয়টি জানালে পুলিশ সাঁড়াশি অভিযান চালাতে শুরু করে। কিউরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ বায়েজিদ সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার ভাটাই নদীর কাছে কাবিননগর মাঠ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

বায়েজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা জানা যায়নি।

(ওএস/এনডি/অক্টোবর ১৭, ২০১৪)