শেখ ইমন, শৈলকুপা : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারী বে-সরকারী সকল অফিস-আদালত ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। তবে বাদ পড়েছে ঝিনাইদহের শৈলকুপার হল মার্কেটে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ভবন ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’।

খোঁজ নিয়ে জানা যায়,২০১৯ সালে ভবনটি উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেদ হক। এরপর চলে গেছে কয়েকটি বছর,তবে কোনো বছরের বিজয় দিবসেই আলোকসজ্জার মুখ দেখেনি কমপ্লেক্সটি। যা নিয়ে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে উপজেলার মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মাঝে।

ইউএনও’র বাসভবন, সরকারী ডিগ্রী কলেজ, থানা সহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা দেখা করা হয়েছে। তবে আলোকসজ্জা চোখে পড়েনি মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও সেখানে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মনোয়ার হোসেন মালিথা। তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল আগে আলোক সজ্জার দরকার ছিল।

সকল স্থাপনায় আলোক সজ্জা হলেও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আলোকসজ্জার আওতায় না আসা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজিয়া আক্তার চৌধুরী বলেন,খোঁজ নিয়ে জেনেছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ যাবৎ বিজয় দিবসে আলোকসজ্জা করা হয়নি। তাই এবছরও বাদ পড়েছে। নিয়মানুযায়ী উপজেলা পরিষদে আলোকসজ্জা করা হয়েছে।

(এসআই/এসপি/ডিসেম্বর ১৬, ২০২২)