শিমুল সাহা, লক্ষ্মীপুর : চন্দ্রগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বাদল মজুমদার বাপ্পী সভাপতি পদে ও জয়দেব নাথ সাধারণ  সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন।

১৭ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় চন্দ্রগঞ্জ রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ চন্দ্রগঞ্জ থানার সভাপতি বাদল মজুমদার বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয় দেবনাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার।

সভার শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট প্রিয়লাল নাথ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবির আহমেদ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশীদ বাবলু,চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আলী হোসেন, জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বনশ্রী পাল, সাধারণ সম্পাদক ভানু নাগ,জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজবিজয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক ঝুটন কুরী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চন্দন কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক দীপক দেবনাথ ও বিভিন্ন ইউনিয়ন থেকে ডেলিগেট ও কাউন্সিলর হিসেবে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

সম্মেলনে দুইজন বীরমুক্তিযোদ্ধাকে চন্দ্রগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২২)