স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্য নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ইতিমধ্যে তার বক্তব্যর কারণে যতটুকু শাস্তি প্রাপ্য তা আমাদের দল থেকে চূড়ান্তভাবে দেয়া হয়েছে। সরকার মন্ত্রিসভা থেকে তাকে অব্যাহতি দিয়েছেন। আমরা দল থেকে তাকে বহিস্কার করেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

মাহবুবউল আলম হানিফ বলেন, লতিফ সিদ্দিকীকে ইন্টারপোলের মাধ্যমে ধরে বিচার করতে হবে এ সমস্ত উদ্ভট দাবি করে দেশে অশান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই।

শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে তিনি আরো বলেন, বিএনপি নেতৃবৃন্দকে স্মরণ রাখতে হবে ইন্টারপোলের মাধ্যমে কোনো অপরাধীকে গ্রেফতার করে যদি বিচার করতে হয় তাহলে তারেক রহমানের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে আগে গ্রেফতার করে দেশে এনে বিচার করার দাবি করুন আপনারা। সেটা না করে লতিফ সিদ্দিকীর বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেয়া হবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইাজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)