স্টাফ রিপোর্টার : ড. পিয়াস করিমের সঙ্গে রাজনৈতিক অসদাচরণ করা হয়েছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘ক্ষমতাসীনদের প্রতিটি কাজই হচ্ছে মানুষের আকাঙ্খার বিরুদ্ধে।’

শুক্রবার সকাল ১১টার দিকে ধানমণ্ডিতে পিয়াস করিমের বাসার সামনে মরদেহে শ্রদ্ধা জানতে গিয়ে তিনি এ কথা বলেন। পিয়াসের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে নিতে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজিভী।

রিজভী আরো বলেন, ‘তার চিন্তাধারা এদেশের গণতন্ত্রকামী মানুষকে জাগ্রত করেছে। তার বলিষ্ট কণ্ঠে আমরা উজ্জীবিত হয়েছি। গণতন্ত্রের পক্ষের শক্তি ড. পিয়াস। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা রাজতৈনিক অসদাচরণ।

এসময় বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব ডা. এ জেড এম জাহিদ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)