চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় অপহরণের আট ঘন্টা পর রায়হান উদ্দিন (৩০) নামের এক মুদি ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোর ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর গ্রামের একটি মাঠ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সে সদর উপজেলার দত্তাইল গ্রামের আব্দুল ওহাবের ছেলে। বৃহস্পতিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুম্নী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের ব্যবসায়ী রায়হান উদ্দিন ও সন্যাসী পরামনিক বাড়ি ফিরছিলো। পথে সাহেবনগর গ্রামের মধ্যে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাদের গতিরোধ করে রায়হানকে অপরহণ করে। এসময় দুবর্ৃৃত্তরা তার সাথে থাকা সন্যাসীকে মারপিট করে পথের ধারে ফেলে রেখে যায়।

ওসি আরো জানান, এলাকাবাসির কাছ থেকে এ খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে। পরে শুক্রবার ভোরে আলমডাঙ্গার কাবিলনগর গ্রামের মাঠ থেকে তিওরবিলা ক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতের আটকের চেষ্টা চলছে।

(জেএ/এটিআর/অক্টোবর ১৭, ২০১৪)